Monday, April 25, 2022

সিলিন্ডার বিস্ফোরণ থেকে বাঁচার উপায়

 

ওআইসির জরুরি সভায় ইসরায়েলের নিন্দা জানিয়েছে বাংলাদেশ

 

আন্তর্জাতিক ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) স্থায়ী সদস্য দেশগুলোর নির্বাহী কমিটির এক জরুরি সভায় ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদে ইসরায়েলের হামলায় বিষয়ে এই নিন্দা জানানো হয়েছে।

সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসিতে স্থায়ী প্রতিনিধি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সোমবার জেদ্দায় ওআইসির সভায় যোগ দেন। তিনি পবিত্র আল আকসা মসজিদ ও ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলে দখলদার বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়ে ক্ষতিগ্রস্তদের প্রতি বাংলাদেশের শোক ও গভীর সমবেদনা জানান।

সৌদি আরবের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি এই বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে একটি যৌথ ঘোষণাপত্র গৃহীত হয়।

রাষ্ট্রদূত বলেন, ‌‘এই পবিত্র রমজান মাসে ফিলিস্তিনি মুসলিমদের পবিত্র মসজিদে প্রবেশে ও ধর্মীয় আচার পালনে বাধা দেওয়া হচ্ছে। এটি খুবই দুঃখজনক বিষয়।’  

রাষ্ট্রদূত সেখানে ইসলামী মতাদর্শ, সংস্কৃতির ওপর আঘাত ও দখলদারিত্বের মাধ্যমে ফিলিস্তিন মুসলিমদের উচ্ছেদের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘কোনো যুক্তি বা অজুহাতই নিরীহ বেসামরিক ফিলিস্তিনি নাগরিকদের হত্যা ও নির্যাতনের ন্যায্যতা ও আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের সমর্থন করতে পারে না।’  

মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘বাংলাদেশ আল আকসা মসজিদ এবং ফিলিস্তিন রাষ্ট্রের সমগ্র দখলকৃত ভূমিতে সহিংসতা, নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে। বিশ্বের বিভিন্ন স্থানে চলমান নতুন কোনো সংকট ও সংঘাতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ফিলিস্তিনের এই দীর্ঘদিনের সমস্যার সমাধান থেকে সরানো সঠিক হবে না’। 

Sunday, April 24, 2022

আগামী সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না: মার্কিন রাষ্ট্রদূত

 

আগামী নির্বাচনে কারও পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র: পিটার হাস

 


ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে কারও পক্ষ নেবে না তাঁর দেশ। রোববার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে মার্কিন রাষ্ট্রদূত এ কথা বলেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

রাষ্ট্রদূত পিটার হাস বলেন, ‘আমি স্পষ্ট করেই বলছি, আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ বেছে নেবে না। আমরা শুধু এমন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া আশা করি, যার মাধ্যমে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিতে পারে, কে দেশ পরিচালনা করবে।’

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, আন্তর্জাতিক মানের সঙ্গে সংগতিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান শুধু নির্বাচনের দিন ভোটদানের মধ্যেই সীমাবদ্ধ নয়। কার্যত ইতিমধ্যেই নির্বাচন শুরু হয়ে গেছে। সত্যিকার অর্থে গণতান্ত্রিক নির্বাচনের জন্য আবশ্যক হলো নাগরিকদের মতামত প্রকাশ, সাংবাদিকদের ভয়ভীতি ছাড়া অনুসন্ধান এবং নাগরিক সমাজের ব্যাপক পরিসরে জনমত গঠনের সুযোগ নিশ্চিত করা।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সহযোগিতা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গণতন্ত্রের বিকাশ ও মানবাধিকার সমুন্নত রাখার ক্ষেত্রে দুই দেশের একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন মার্কিন রাষ্ট্রদূত।

পিটার হাস বলেন, ‘যুক্তরাষ্ট্রও ত্রুটিমুক্ত নয়। আমরাও নিজেদের গণতান্ত্রিক সংস্কারের প্রক্রিয়া শুরু করেছি। এই প্রক্রিয়ার মধ্যে রয়েছে পুলিশের জবাবদিহি বিষয়ে আমাদের নিজস্ব সমস্যা নিরসন এবং নির্বাচনের দিনে সব মার্কিন নাগরিক যেন ভোট দিতে পারে, সেটা নিশ্চিত করা। সেই সঙ্গে আমরা সারা বিশ্বের দেশগুলোকেও তাদের গণতন্ত্রকে জোরদার করতে একই ধরনের অঙ্গীকার গ্রহণের আহ্বান জানাচ্ছি।’

kanaksarwar NEWS

 

Saturday, April 23, 2022

প্রতিদিন ১-২ ডলার আয় করুন । Very Easy Work | Highest Paying Copy Paste Job Sites

 


প্রতিদিন ১-২ ডলার আয় করুন । Very Easy Work| Highest Paying Copy Paste Job Sites 1. https://tinyurl.com/2ka3wf9e 2. https://tinyurl.com/2hrerfs9 ৫ হাজার টাকায় DSLR Camera: https://youtu.be/8D3eRcUTve0 কম দামে মোবাইল - https://youtu.be/p0T3f8SY6LA সস্তায় ডিজে সাউন্ড সিস্টেম- https://youtu.be/p3nNRYBAv_4 মোবাইল সার্ভিসিং - https://youtu.be/nTFOvPPBnPw সস্তায় জিম সামগ্রী - https://youtu.be/hO4tb3i4Ue0 এয়ারড্রপ থেকে আয় করতে চাইলে - https://t.me/airdropandbounty360

আবারো বিএনপিকে হুঁশিয়ার করলেন শামিম ওসমান

 

সাংবাদিককে আওয়ামী লীগ নেতার হুমকি | Songbadjog | Ekattor TV

 

আল-আকসা মসজিদে ইহুদিদের প্রার্থণা বন্ধের দাবি | Arab League

 

আরব লীগ: আল আকসায় ইহুদীদের প্রার্থনা বন্ধ করতে হবে-tr

 অধিকৃত জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে। মুসলমানদের তৃতীয় পবিত্র এই স্থানে সম্প্রতি নামাজরত মুসল্লিদের ওপর কয়েক দফা অভিযান চালিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে আরব দেশগুলোর জোট আরব লীগ। খবর আল আরাবিয়া।

আরব লীগ প্রধান আহমেদ আবুল ঘেইত


ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি রাশিয়ার-tr

 ইসরায়েলে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি ভিক্টোরভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেল আবিব যদি ইউক্রেনকে প্রতিরক্ষামূলক সরঞ্জাম সরবরাহ ও সাহায্য দেওয়া অব্যাহত রাখে, তাহলে মস্কোও ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে।



গত বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিক্টোরভ বলেন, আমরা সতর্কতার সাথে তথ্যটি পরীক্ষা করছি। বিষয়টি নিশ্চিত হলে সে অনুযায়ী প্রতিক্রিয়া জানাব। তবে প্রতিক্রিয়া কী ধরনের হবে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ইসরায়েলের ইয়েদিওথ আহরোনোথ পত্রিকা তেল আবিবের রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েলের নিরাপত্তা ও সামরিক কর্তৃপক্ষের শঙ্কা- রাশিয়ার প্রতিক্রিয়ার ফলে সিরিয়া ইস্যুতে দুই দেশের মধ্যে সমন্বয় ও সহযোগিতা প্রভাবিত হতে পারে এবং সেখানে ইসরায়েলি কার্যক্রমকে বাঁধা দিতে পারে।

গত বুধবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ ঘোষণা দিয়েছিলেন, ইউক্রেনকে হেলমেট এবং ফ্ল্যাক জ্যাকেট সরবরাহ করবে ইসরায়েল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছিল, গ্যান্টজ প্রতিরক্ষামূলক সরঞ্জাম কেনার অনুমোদন দিয়েছেন, যা ইউক্রেনীয় উদ্ধার বাহিনী এবং বেসামরিক সংস্থার কাছে হস্তান্তর করা হবে। এরই প্রতিক্রিয়ায় মস্কো তেল আবিবকে হুমকি দিল।

গত সপ্তাহে, তেল আবিব ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের নিন্দা জানায়। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার ল্যাপিড মন্তব্য করেছেন, রাশিয়া তার পশ্চিম প্রতিবেশীর বিরুদ্ধে যে সামরিক অভিযান পরিচালনা করছে, তার কোনো যৌক্তিকতা নেই। রুশ বাহিনী অরক্ষিত ও নিরস্ত্র বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ করেছে। এই যুদ্ধাপরাধের নিন্দা জানাই। এর জবাবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মস্কোতে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত আলেকজান্ডার বেন জাভিকে তলব করেছিল।

এদিকে ইসরায়েলের এ নিন্দাবাদের প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়, যাতে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব এবং ফিলিস্তিনি ভূখণ্ডের ক্রমাগত অধিগ্রহণ ইস্যুতে তেল আবিবের নিন্দা করা হয়েছে।


পুতিনের সঙ্গে দেখা করতে মস্কো যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব-tml

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে আগামী মঙ্গলবার মস্কো সফরে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গেও বৈঠক করবেন তিনি

শুক্রবার বিবিসির খবরে বলা হয়, গুতেরেসের মস্কো সফরের বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর মুখপাত্র এরি কানেকো। এই সফরে ইউক্রেন যুদ্ধ থামাতে করণীয় নিয়ে আলোচনা হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি

এদিকে জাতিসংঘের মহাসচিবের সফরের বিষয়টি জানিয়ে শুক্রবার রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তির সঙ্গে কথা বলেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তবে নিয়ে বিস্তারিত তথ্য দেননি তিনি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে দুই দেশের মধ্যে সংলাপের ওপর গুরুত্ব দিয়ে আসছেন গুতেরেস। রাশিয়ার সামরিক অভিযান জাতিসংঘের সনদ লঙ্ঘন করেছে বলেও মন্তব্য করেন তিনি। জাতিসংঘ মহাসচিবের মন মন্তব্যের পর থেকে তাঁর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেননি পুতিন

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। এর পর থেকে দুই পক্ষের সংঘাতে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। বাস্তুহারা হয়েছে কোটি ২০ লাখের বেশি মানুষ। তাদের বড় একটি অংশ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে

ছাড়া রুশ সেনাদের বিরুদ্ধে বেসামরিক লোকজনকে হত্যা নৃশংসতা চালানোর অভিযোগ উঠেছে। ইউক্রেনে রুশ সেনাদের এসব কর্মকাণ্ডকে
যুদ্ধাপরাধ হিসেবে ধরা যেতে পারে বলে শুক্রবার মন্তব্য করেছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাসেলেট


 

আর একটি বিএনপি গঠন করে নির্বাচনে হাজির করানোর পাঁয়তারা? -tml

 

Friday, April 22, 2022

‘অপরাধটা কী আওয়ামী লীগের?’ | আমজনতা -tml

 

সরকারি কর্মচারীদের প্রতি বিএনপি নেতা নজরুল- আপনারা কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করবেন না-tml

 

আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের মুক্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচিতে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এসব কথা বলেন