Saturday, April 23, 2022

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি রাশিয়ার-tr

 ইসরায়েলে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি ভিক্টোরভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেল আবিব যদি ইউক্রেনকে প্রতিরক্ষামূলক সরঞ্জাম সরবরাহ ও সাহায্য দেওয়া অব্যাহত রাখে, তাহলে মস্কোও ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে।



গত বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিক্টোরভ বলেন, আমরা সতর্কতার সাথে তথ্যটি পরীক্ষা করছি। বিষয়টি নিশ্চিত হলে সে অনুযায়ী প্রতিক্রিয়া জানাব। তবে প্রতিক্রিয়া কী ধরনের হবে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ইসরায়েলের ইয়েদিওথ আহরোনোথ পত্রিকা তেল আবিবের রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েলের নিরাপত্তা ও সামরিক কর্তৃপক্ষের শঙ্কা- রাশিয়ার প্রতিক্রিয়ার ফলে সিরিয়া ইস্যুতে দুই দেশের মধ্যে সমন্বয় ও সহযোগিতা প্রভাবিত হতে পারে এবং সেখানে ইসরায়েলি কার্যক্রমকে বাঁধা দিতে পারে।

গত বুধবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ ঘোষণা দিয়েছিলেন, ইউক্রেনকে হেলমেট এবং ফ্ল্যাক জ্যাকেট সরবরাহ করবে ইসরায়েল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছিল, গ্যান্টজ প্রতিরক্ষামূলক সরঞ্জাম কেনার অনুমোদন দিয়েছেন, যা ইউক্রেনীয় উদ্ধার বাহিনী এবং বেসামরিক সংস্থার কাছে হস্তান্তর করা হবে। এরই প্রতিক্রিয়ায় মস্কো তেল আবিবকে হুমকি দিল।

গত সপ্তাহে, তেল আবিব ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের নিন্দা জানায়। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার ল্যাপিড মন্তব্য করেছেন, রাশিয়া তার পশ্চিম প্রতিবেশীর বিরুদ্ধে যে সামরিক অভিযান পরিচালনা করছে, তার কোনো যৌক্তিকতা নেই। রুশ বাহিনী অরক্ষিত ও নিরস্ত্র বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ করেছে। এই যুদ্ধাপরাধের নিন্দা জানাই। এর জবাবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মস্কোতে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত আলেকজান্ডার বেন জাভিকে তলব করেছিল।

এদিকে ইসরায়েলের এ নিন্দাবাদের প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়, যাতে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব এবং ফিলিস্তিনি ভূখণ্ডের ক্রমাগত অধিগ্রহণ ইস্যুতে তেল আবিবের নিন্দা করা হয়েছে।


No comments:

Post a Comment